আন্তর্জাতিক বক্সিং থেকে অবসর নিচ্ছেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম! এই সংবাদে কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিড়া মহলে। তবে বৃহস্পতিবার সকালে নিজেই সংবাদমাধ্যমের সামনে বিষয়টি খোলসা করলেন মেরি। জানিয়ে দিলেন, এখনই তিনি অবসরগ্রহণ করছেননা। তাঁর বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছিল।
প্রসঙ্গত, বুধবার থেকেই খবর ছড়িয়ে পড়েছিল যে বয়সের কারণে বক্সিং থেকে অবসরগ্রহণ করেছেন মেরি কম। আসলে আন্তর্জাতিক বক্সিংয়ের নিয়মানুযায়ী, কোনও বক্সার ৪০ বছর পর্যন্ত অভিজাত প্রতিযোগিতাগুলোতে অংশ নিতে পারেন। এই নিয়ম প্রযোজ্য পুরুষ ও মহিলা বক্সারদের জন্য। এই মুহূর্তে মেরি কমের বয়স ৪১ বছর। ফলে অবসর নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সমা্ত জল্পনার অবসান ঘটিয়ে মেরি জানিয়ে দিলেন, এখনই বক্সিং রিং ছাড়ছেননা তিনি।