রবিবারই ‘মহাগঠবন্ধনের’ হাত ছেড়ে গেরুয়া শিবিরের হাত ধরে নয়া মুখ্যমন্ত্রী হিসেবে কুর্সিতে বসেছেন নীতিশ কুমার। আর ঠিক তার পরের দিনই ইডি জেরার মুখোমুখি হতে হল আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে। সোমবার সকাল থেকে পাটনায় ইডি দফতরে চলছে জেরা।
জানা যাচ্ছে, জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি কাণ্ডেই চলছে জেরা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার একই মামলায় তলব করা হয়েছে লালুপুত্র তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও।