নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের ওপর আক্রমণের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা! হাইকোর্টের নির্দেশের পরেও মূল অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ! এই ঘটনায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু, এবার সরাসরি পুলিশ সুপারের রিপোর্ট তলব করলেন।
জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুর ২টো মধ্যে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। এছাড়াও নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককেও এদিন এজলাসে তলব করা হয়েছে। দুপুর ২টোর সময় মামলাটির শুনানি হবে বলে জানা যাচ্ছে।