Sambad Samakal

Union Budget: স্বাস্থ্যসাথীর থেকে আয়ুস্মান ভারত প্রকল্প পিছিয়ে কেন? কী যুক্তি অর্থমন্ত্রী চন্দ্রিমার?

Feb 1, 2024 @ 6:13 pm
Union Budget: স্বাস্থ্যসাথীর থেকে আয়ুস্মান ভারত প্রকল্প পিছিয়ে কেন? কী যুক্তি অর্থমন্ত্রী চন্দ্রিমার?

বাংলার স্বাস্থ্যসাথী প্রকল্পের থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প কয়েক যোজন পিছিয়ে। বৃহস্পতিবার অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট পেশের পরই ফের বিস্ফোরক দাবি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। যুক্তি দিয়ে নিজের দাবি প্রতিষ্ঠাও করলেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটকে “অন্তঃসার শুন্য” বলে কটাক্ষ করেন রাজ্যের অর্থমন্ত্রী। এই বাজেটের কড়া সমালোচনাও করেন। এদিনের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পর আওতায় আনার কথা ঘোষণা করেন। এই প্রসঙ্গেই তীব্র কটাক্ষ ছুড়ে দেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের অর্থমন্ত্রী বলেন, “বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের স্বাস্থ্যসাথী প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরাই শুধু নয়, তাঁদের মা-বাবারাও এই প্রকল্পের সুবিধা পান। কিন্তু এই ধরনের কর্মীদের আয়ুষ্মান প্রকল্পের অধীনে আনার যে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী করলেন, সেখানে তাঁদের মা-বাবারা কোনও সুবিধা পাবেন না। তাই বাংলার অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের কাছে কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প অর্থহীন।” ২০১৬ সালে বাংলায় শুরু হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে টুকে ২০১৮ সালে কেন্দ্রের মোদি সরকার আয়ুষ্মান প্রকল্প চালু করেছে বলেও কটাক্ষ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Related Articles