Sambad Samakal

Mamata: তৃণমূল তখন ‘বেবি’! মোদি সরকারের সিএজি রিপোর্টকে কাঠগড়ায় তুলে কী দাবি মমতার?

Feb 2, 2024 @ 6:56 pm
Mamata: তৃণমূল তখন ‘বেবি’! মোদি সরকারের সিএজি রিপোর্টকে কাঠগড়ায় তুলে কী দাবি মমতার?

তৃণমূল তখন ‘বেবি’! শুক্রবার বাংলার আর্থিক দুর্নীতি নিয়ে মোদি সরকারের সিএজি রিপোর্টকে কার্যত এভাষাতেই কাঠগড়ায় তুললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী ওই সিএজি রিপোর্টের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিন মমতা বলেন, “আমার কাছ থেকে ওরা ২০০৩ সালের হিসেব চাইছে। তৃণমূল’তো তখন বেবি! মাত্র পাঁচ বছর বয়েস দলটার। সেই সময়ে কী হয়েছে, তার দায়িত্ব আমি কেন নেব! অভিষেকের কাছ থেকেও ওরা এমন সময়ের রিপোর্ট চাইছে, যখন ওর জন্মই হয়নি! আমরা সব হিসেব দিয়েছি। কেন্দ্র’তো সব বিভাগেই ত্রিশ শতাংশ করে কমিশন খায়।”

প্রসঙ্গত, এই সিএজি রিপোর্টকে হাতিয়ার করেই বিজেপির তরফে লাগাতার দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। এমনকী সংসদে প্রধানমন্ত্রী মোদিও এই রিপোর্টের উল্লেখ করেছিলেন। কিন্তু এদিন কার্যত গোটা রিপোর্টকেই নস্যাৎ করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles