Sambad Samakal

ISI Agent Arrest: মস্কোয় ভারতীয় দূতাবাসে পাকিস্তানি চর! জালে আইএসআই এজেন্ট

Feb 4, 2024 @ 2:05 pm
ISI Agent Arrest: মস্কোয় ভারতীয় দূতাবাসে পাকিস্তানি চর! জালে আইএসআই এজেন্ট

রাশিয়ার রাজধানী মস্কোর ভারতীয় দূতাবাসের পাকিস্তানের চর! রবিবার দূতাবাসের ওই কর্মীকে উত্তরপ্রদেশের মীরাট থেকে গ্রেফতার করছে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। ধৃত ওই দূতাবাস কর্মী পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্ট বলে দাবি এটিএস-এর।

এটিএস সূত্রে জানা গিয়েছে, ধৃতর নাম সত্যেন্দ্র সিওয়াল। ২০২১ সালে সহকারী নিরাপত্তা আধিকারিক পদে নিযুক্ত হন তিনি। গোপন সূত্রে এটিএস মস্কোর ভারতীয় দূতাবাসে পাকিস্তানের গুপ্তচর হিসাবে একজন কাজ করার কথা জানতে পারে। এরপর তদন্ত শুরু করে এসটিএস। তদন্তকারীদের দাবি, জেরায় সত্যেন্দ্র নিজেকে আইএসআই-এর হয়ে চর বলে স্বীকার করে নেন। তার পরই মীরাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে সত্যেন্দ্র জানান যে, অর্থের বিনিময়ে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাচার করতেন তিনি। এর পাশাপাশি দূতাবাসের দৈনন্দিন কাজ এবং ভারতীয় সেনা সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য জোগাতেন পাক গুপ্তচর সংস্থাটিকে। তদন্তে এ-ও উঠে আসে, প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রকের গোপনীয় তথ্য আইএসআই ‘হ্যান্ডলার’দের হাতে তুলে দিতেন সত্যেন্দ্র।

Related Articles