শনিবার ছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। আর এদিনই অভিনব কায়দায় প্রশ্নফাঁস করতে গিয়ে ধরা পড়ল ৬ পড়ুয়া! জানা যাচ্ছে, এদিন পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ইংরেজির প্রশ্নপত্র। আর সেই প্রশ্নপত্রের কিউআর কোড কালি দিয়ে ঢাকা।
যদিও কয়েক ঘণ্টার মধ্যেই পর্ষদের পক্ষ থেকে গোটা বিষয়টির পর্দাফাঁস করা হয়। জানা যায়, মালদার এনায়েতপুর হাইস্কুল থেকেই এই কাণ্ড ঘটেছে। দ্রুত ২ জন ছাত্রী সহ ৬ জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়। তাদের সকলেরই পরীক্ষা বাতিল করা হয়েছে পর্ষদের তরফে। যদিও এত সতর্কতার পরেও কেন প্রশ্নফাঁস রুখতে পারছে না মাধ্যমিক শিক্ষা পর্ষদ, সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহল থেকে।