রাজ্যের মৎস্যজীবীদের জন্য রাজ্য বাজেটে নয়া প্রকল্পের কথা ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন বিধানসভায় তিনি নয়া ‘সমুদ্রসাথী’ প্রকল্পের কথা জানিয়েছেন। রাজ্যের নথিভুক্ত মৎস্যজীবীরা চলতি বছর থেকেই দু মাসে ৫ হাজার টাকা করে সরকারি অর্থ সাহায্য পাবেন। এপ্রিল মাস থেকে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই ভাতা মিলবে। ওই সময়ে মৎস্যজীবীদের মাছ ধরার খরচ লাঘব করতেই রাজ্য সরকারের এই নয়া প্রকল্প বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী।