Sambad Samakal

TMC: দেবের অভিযোগের পরেই কড়া অবস্থান দলের! অপসারিত শঙ্কর দলুই

Feb 11, 2024 @ 6:08 pm
TMC: দেবের অভিযোগের পরেই কড়া অবস্থান দলের! অপসারিত শঙ্কর দলুই

ঘাটালের সাংসদ দেবের অভিযোগের পরেই কড়া অবস্থান নিল তৃণমূল! রাতারাতি সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল শঙ্কর দলুইকে। তাঁর স্থানে চেয়ারম্যান পদে বসানো হল প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতিকে।

প্রসঙ্গত, দিন কয়েক আগে এই শঙ্কর দলুইয়েরই একটি অডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে তিনি সাংসদ দেবের বিরুদ্ধে ‘কমিশন’ চাওয়ার অভিযোগ তুলেছিলেন। এমনকী দলনেত্রর মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়টি জানেন বলে দাবি করেছিলেন। এরপরেই শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিজের ক্ষোভের কথা জানান দেব। আর রবিবারই শঙ্করকে নিজের পদ থেকে অপসারিত করল দল।

Related Articles