তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভায় নতুন প্রার্থী হচ্ছেন করা? বাদ পুরনোরা? রবিবার দলের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হল চার জন প্রার্থীর নাম।
এই তালিকায় অন্যতম চমক হচ্ছেন মমতাবালা ঠাকুর। চব্বিশের ভোটের আগে সিএএ লাগুর বিষয়টি নজরে রেখে তৃণমূলের প্রতীকে রাজ্যসভায় যেতে চলেছেন বনগাঁর প্রাক্তন সাংসদ। এছাড়াও তালিকায় রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। পুরনো সাংসদদের মধ্যে একমাত্র তালিকায় ঠাঁই পেয়েছেন নাদিমুল হক।
তৃণমূলের পুরনো সাংসদদের মধ্যে বাদ পড়েছেন শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস ও শুভাশিস চক্রবর্তী। এছাড়াও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিকেও টিকিট দিলনা তৃণমূল কংগ্রেস।