হাসপাতাল থেকে ছাড়া পেলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। সোমবার দুপুরে কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। হাসপাতালের বাইরে এসে নিজেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মিঠুন।
তিনি জানান, “চিন্তার কোনও কারণ নেই। আমি এখন ভালো আছি। আমি’তো কাল থেকেই কাজে ফিরতে চাই। কিন্তু চিকিৎসকরা কয়েক দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ২১ তারিখ থেকে কাজে ফিরছি।”
প্রসঙ্গত, এদিন মিঠুন চক্রবর্তীকে ছুটি দেওয়ার সময় হাসপাতাল চত্বরে ভিড় করেন বহু অনুরাগী। সকলের উদ্দেশে মিঠুন জানান, তিনি ভালো আছেন।