বিধ্বংসী বন্যার কবল থেকে মেদিনীপুরবাসীকে রক্ষা করতে দীর্ঘদিন ধরেই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করার দাবি উঠে আসছে। এই বিষয়ে সম্প্রতি সংসদে সরবও হয়েছিলেন সাংসদ-অভিনেতা দেব। সোমবার দেবকে পাশে নিয়েই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন আরামবাগের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার এবার ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী না হয়ে থেকে রাজ্য সরকার সম্পূর্ণ নিজের খরচে এই প্রকল্প বাস্তবায়িত করবে। এই বিষয়ে দ্রুতই পরিকল্পনা তৈরি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।