অযোধ্যাগামী বিশেষ ট্রেনে আচমকা পাথর বৃষ্টি! ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হল যাত্রীদের মধ্যে। যদিও আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। জানা যাচ্ছে, রবিবার এই অযোধ্যাগামী ট্রেনটি গুজরাটের সুরাট থেকে রওনা দেয়।
এদিন মহারাষ্ট্রের নান্দুঘাট স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পরেই যাত্রীরা বুঝতে পারেন, কেউ বা কারা পাথর বৃষ্টি করেছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসেন আরপিএফ সদস্যরা। এই ঘটনায় রেলের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্তের আদেশ দেওয়া হয়েছে।