দেবের পরে এবার মিমি! দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলে একাধিক পদ থেকে ইস্তফা দিলেন যাদবপুরের সাংসদ! এমনকী সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেও জানালেন নিজের ক্ষোভের কথা।
জানা যাচ্ছে, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ইতিমধ্যেই ভাঙড়ের ২টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে অভিযোগ তুলেছেন যে, যাদবপুরের দলীয় নেতৃত্বের একাংশ তাঁকে লাগাতার অপমান করে চলেছে।
মিমির দাবি, কখনও ফোন করে, কখনও’বা দলীয় কর্মসূচীর মঞ্চে তাঁকে অপমানিত হতে হয়েছে। তবু তিনি মুখ বুঁজে ছিলেন। এর ফলে প্রবল মানসিক চাপ তৈরি হচ্ছে, তাই সমস্ত দলীয় পদ ও দায়িত্ব থেকে ইস্তফা দিতে চেয়েছেন মিমি। তবে দলনেত্রী ডাকলে যে কোনও সময় দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি উপস্থিত থাকার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন যাদবপুরের সাংসদ।