ফসলের ন্যুনতম সহায়ক মূল্য বৃদ্ধি, কৃষি ঋণ মকুব সহ একাধিক দাবি নিয়ে প্রায় ৩০০-র বেশি কৃষক সংগঠন ‘দিল্লি অভিযানে’র ডাক দিয়েছে মঙ্গলবার। আর তাকে ঘিরেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল দিল্লি সীমান্তে। হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে হাজার হাজার কৃষক নিজেদের ট্রাক্টর নিয়ে দিল্লিতে প্রবেশ করার চেষ্টা করেন। সিংঘু সীমান্তে পৌঁছনোর পরেই কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান চালাতে শুরু করে পুলিশ।
পাল্টা পুলিশি ব্যারিকেড ভেঙে রাজধানীতে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। শুদু সিংঘু নয়, দিল্লিতে প্রবেশের অন্যান্য সীমান্তেও কৃষকদের সঙ্গে পুলিশর সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দিল্লি সীমান্ত এলাকা। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হচ্ছে আম নাগরিকদের। কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন পড়ে গিয়েছে।