সন্দেশখালি যাওয়ার পথে এবার পুলিশি বাধার মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার সমর্থকদের সন্দেশখালির উদ্দেশে রওনা দেন তিনি। রামপুরে পৌঁছতেই বাঁশের ব্যারিকেড দিয়ে অধীর সহ কংগ্রেস সমর্থকদের আটকে দেয় পুলিশ। জানিয়ে দেওয়া হয়, এলাকায় ১৪৪ ধারা জারির থাকায় কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হবেনা।
এরপরেই রাস্তায় বসে পড়েন অধীর চৌধুরী সহ কংগ্রেস সমর্থকরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কংগ্রেস কর্মীদের সঙ্গে ধ্বস্তাধস্তি বেধে যায় পুলিশের। অধীর চৌধুরীর অভিযোগ, মমতা ব্যানার্জীর সরকার স্বৈরতান্ত্রিক আচরণ নিয়ে চলছে। সন্দেশখালির মানুষের বিচারের দাবি কংগ্রেস লড়াই চালিয়ে যাবে।