এবার নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পেতে চলেছে রাজ্যের তিন জেলা। রবিবার সিউড়ির সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার গড়ে উঠবে নতুন এই তিন মেডিক্যাল কলেজ।
এদিনের সভায় মুখ্যমন্ত্রী জানান, পূর্ব মেদিনীপুরের তমলুকে গড়ে উঠবে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ। হুগলির আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হবে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে গড়ে উঠবে আরও একটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।