চোপড়ায় বিএসএফ-এর কাজ চলাকালীন মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর। আর এই ঘটনায় বারবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ঘটনাস্থলে যাওয়ার দাবি তুলেছিল তৃণমূল কংগ্রেস। শেষপর্যন্ত সেই দাবি মেনে মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল।
জানা যাচ্ছে, সোমবার রাতের দার্জিলিং মেইলে করে চোপড়ার উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল। মঙ্গলবার চোপড়ায় গিয়ে মৃত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা রয়েছে সিভি আনন্দ বোসের। স্থানীয় বিএসএফ কর্তাদের সঙ্গেও কথা বলতে পাটেন তিনি।