Sambad Samakal

Supreme Court: সংসদে মুখ্যসচিব, ডিজির হাজিরায় স্থগিতাদেশ! কী নির্দেশ সুপ্রিমকোর্টের?

Feb 19, 2024 @ 11:27 am
Supreme Court: সংসদে মুখ্যসচিব, ডিজির হাজিরায় স্থগিতাদেশ! কী নির্দেশ সুপ্রিমকোর্টের?

বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতে সোমবার বাংলার মুখ্যসচিব, ডিজি সহ ৫ আমলাকে তলব করেছিল সংসদীয় প্রিভিলেজ কমিটি। আর সেই হাজিরার নোটিশের ওপরে চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

এদিন সুপ্রিমকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, অন্যায়ভাবে মুখ্যসচিব, ডিজি সহ আমলাদের তলব করা হয়েছে। কারণ সুকান্ত মজুমদার স্থানীয় সাংসদ নন, তা সত্ত্বেও তিনি ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করছিলেন। এক জন মহিলা বিজেপি কর্মী সুকান্তর হাত ধরে টানায়, তিনি পড়ে গিয়েছেন। এতে পুলিশের কোনও ভূমিকা নেই। ফের চার সপ্তাহ পরে শুনানি হবে এই মামলার।

Related Articles