সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে ইতিমধ্যেই জোরকদমে তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশ। আর এরমধ্যেই সোমবার সন্দেশখালিতে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এদিন থেকে দু’দিনের সফরে গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলবেন তিনি।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার দাবি, পুলিশের সামনে অনেক মহিলাই নিজেদের কথা জানাতে ভয় পাচ্ছেন। তাই তিনি নিজে গ্রামে গ্রামে গিয়ে নির্যাতিতাদের অভিযোগ শুনবেন। সেই রিপোর্ট সরাসরি দেশের রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে। এছাড়াও, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গেি বৈঠক করতে পারেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।