সন্দেশখালি যাওয়ার পথে দু’বার বাধাপ্রাপ্ত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন তিনি। সোমবার সেই মামলার শুনানিতে শুভেন্দু অধিকারী সন্দেশখালি যেতে পারেন, বলেই প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ।
এদিন বিচারপতি জানান, সংবিধানের ১৯ নম্বর ধারা অনুযায়ী যে কোনও নাগরিক ভারতবর্ষের যে কোনও প্রান্তে যেতে পারেন। তবে প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষায় বিধিনিষেধ আরোপ করতেই পারে। এই পদক্ষেপ যথোচিত কিনা, তা খতিয়ে দেখবে আদালত। সন্দেশখালির যে চারটি এলাকা থেকে ইতিমধ্যেই ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী যেতে চান কিনা, সেই বিষয়ে জানতে চেয়েছেন বিচারপতি চন্দ। রাজ্যের বিরোধী দলনেতা সম্মত হলে সন্দেশখালির চারটি এলাকায় যাওয়ার অনুমতি দিতে পারে কলকাতা হাইকোর্ট।