মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে এক জন পাগড়ি পরিহিত পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এই ঘটনায় বুধবার সকালে কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য সদর দফতর ঘেরাও করলেন শিখ সম্প্রদায়ের মানুষ।
প্রতিবাদীদের দাবি, বিরোধী দলনেতার এই মন্তব্য শিখ ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত অপমানজনক। তাই অবিলম্বে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের কাছে বিজেপি নেতাদের ক্ষমা চাইতে হবে। যতক্ষণনা এই দাবি মানা হচ্ছে, ততক্ষণ বিজেপি দফতরের গেট আটকে এই বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে।