Sambad Samakal

BJP: সন্দেশখালিতে সুকান্ত মজুমদার, কোন দাবিতে থানার সামনে বসে বিক্ষোভ?

Feb 22, 2024 @ 6:17 pm
BJP: সন্দেশখালিতে সুকান্ত মজুমদার, কোন দাবিতে থানার সামনে বসে বিক্ষোভ?

বৃহস্পতিবার বিকেলে অবশেষে সন্দেশখালি পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বসিরহাট থেকে ধামাখালি হয়ে সন্দেশখালিতে যান সুকান্ত। এলাকার মানুষের সঙ্গে কথা বলার পরে সন্দেশখালি থানার সামনে রাস্তায় বসে পড়েন তিনি।

সুকান্তর দাবি, সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। যতক্ষণ না শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ থানার সামনে অবস্থান বিক্ষোভ চালানো হবে।

Related Articles