বৃহস্পতিবার ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি! পথে নেমে ভাঙচুর, আগুন জ্বালালেন মহিলারা! খবর পেয়ে তড়িঘড়ি ঘটবাস্থলে এসে সমস্ত অভিযোগের নিষ্পত্তি করার আশ্বাস দিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
এদিন দুপুরে সন্দেশখালি ২ নম্বর ব্লকের, বেরমুজুর ২ গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি গ্রামের বাসিন্দারা পথে নামেন। তাদের অভিযোগ, শেখ শাহজাহানের ভাই সিরাজ ও তৃণমূলের যুব নেতা শেখ আলমগীর বেআইনিভাবে জমি দখল করে রেখেছেন। এলাকাবাসীর প্রাপ্য আটকে রেখেছে। এরআগে পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এই সমস্ত অভিযোগে শেখ আলমগীর ও সিরাজের ভেড়ির পাশের ঘরে আগুন লাগিয়ে দেন উত্তেজিত গ্রামবাসীরা।
তড়িঘড়ি পুলিশের উচ্চপদস্থ পুলিশ কর্তারা এলাকায় উপস্থিত হন। ক্যাম্প করে সমস্ত অভিযোগ নথিভুক্ত করে সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। যদিও পুলিশের এই আশ্বাসের পরেও চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।