পুলিশের চোখ এড়িয়ে সন্দেশখালিতে পৌঁছে গেলেন বাম মনস্ক বিশিষ্টরা! মঙ্গলবার সকালে ছোট ছোট দলে ভাগ হয়ে সন্দেশখালিতে যান অভিনেতা বাদশা মৈত্র, দেবদূত ঘোস, সৌরভ পালধী সহ অন্যান্যরা।
স্থানীয় মহিলাদের সঙ্গে আলাদা করে কথা বলেন তাঁরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা বদশা মৈত্র বলেন, “আমরা চাই সন্দেশখালিতে শান্তি ফিরুক, দোষীরা শাস্তি পাক। আমরা তাই চার জনের বেশি একসঙ্গে আসিনি। যে নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে, তাদের মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শেখ শাহজাহান সহ যাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ, তাদের গ্রেফতার করতে হবে।”