সল্টলেকের নারকেলডাঙা মেইন রোডের ওপরে কলকাতা জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড! জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে জুটমিলের গোডাউনে আচমকাই আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের অন্তত ১০টি ইঞ্জিন।
দীর্ঘ দু’ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জ্বলছে আগুন। ফলে কোটি কোটি টাকার সামগ্রী ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। তবে ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার পরে এই বিষয়ে তদন্ত করবে দমকল বাহিনী।