উত্তরপ্রদেশ থেকে সবথেকে বেশি ভোট নিয়ে ফের রাজ্যসভার সাংসদ হলেন অভিনেত্রী জয়া বচ্চন। মঙ্গলবার রাজ্যসভার ভোটে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪১ জন সদস্য জয়াকে ভোট দেন।
এছাড়াও সমাজবাদী পার্টির দলিত নেতা রামজিলাল সুমনও সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ৮টি আসনে জয় পেয়েছে বিজেপি। ২০২৪ সালে নির্বাচিত হওয়ার পরে মোট পঞ্চমবারের জন্য সাংসদ হলেন জয়া বচ্চন। অভিনয় জীবনের পরে সাংসদ হিসেবেও যে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন, তা স্বীকার করতেই হয়।