শেষপর্যন্ত যাবতীয় জল্পনায় ইতি টেনে কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী। বুধবার সকালে জানা গেল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে মেইল মারফত নিজের দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি।
অন্যদিকে, লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিতে পারেন কৌস্তভ। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেরকমই ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপরে ক্ষুব্ধ ছিলেন তিনি। এবার দেখার কংগ্রেস ছাড়ার পরে কৌস্তভ বিজেপির হয়ে লোকসভা নির্বাচনের ময়দানে নামেন কিনা।