Sambad Samakal

Mamata: সন্দেশখালিতে ‘নন্দীগ্রাম মডেল’! নাম না করে কী বার্তা মমতার?

Feb 28, 2024 @ 3:31 pm
Mamata: সন্দেশখালিতে ‘নন্দীগ্রাম মডেল’! নাম না করে কী বার্তা মমতার?

জমি-ভেড়ি দখল, নারী নির্যাতন সহ বিভিন্ন ইস্যুতে লাগাতার অশান্ত সন্দেশখালি। গ্রামের মহিলাদের নেতৃত্বে এই আন্দোলনকে বারবার ‘নন্দীগ্রাম মডেল’ বলে ভূষিত করছে বিরোধী দল বিজেপি। বুধবার বাঁকুড়ার সভা থেকে নাম না করে সেই তত্ত্ব খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সরাসরি সন্দেশখালির নাম উল্লেখ না করেও মমতা বলেন, “সিঙ্গুর হল সিঙ্গুর, নন্দীগ্রাম হল নন্দীগ্রাম। এক একটা যায়গার আলাদা চেহারা মনে রাখতে হবে। একটার সঙ্গে অন্যটার তুলনা করে দাঙ্গা বাধিয়ে ভুল করবেননা। কোথাও রক্ত ঝরুক, আমি চাইনা। জ্ঞানত কোনও অন্যায়কে প্রশ্রয় দিইনা।”

প্রসঙ্গত, সন্দেশখালিতে জমি, ভেড়ি দখলের অভিযোগ উঠলেও, নন্দীগ্রামের মত সরকারি তরফে জোর করে কৃষিজমি অধিগ্রহণের মত কোনও ঘটনা ঘটেনি। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নাম না করে সেই বিষয়টিই মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Related Articles