রাজ্য পুলিশের ‘সেফ কাস্টডিতে’ আছেন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান! বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী তাঁর আরও দাবি, শেখ শাহজাহানকে জেলে ফাইভ স্টার সুবিধা সহ রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে!
এদিন শুভেন্দু লিখেছেন, “রাজ্যের এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে রাজ্য পুলিশের সঙ্গে শেখ শাহজাহানের রফা হয়েছে। গতকাল রাতেই তাকে বেড়মজুর এলাকা থেকে পুলিশের সেফ কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে। জেলে মোবাইল ফোন ব্যবহার সহ ফাইভ স্টার সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যাতে সেখান থেকেই দলের কাজ পরিচালনা করতে পারে।”
যদিও শুভেন্দুর এই দাবি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা নিজের মত করে বানিয়ে মিথ্যে কথা প্রচার করছে। আইন অনুযায়ী পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।