দেশের সবথেকে ‘প্রভাবশালী’ বিরোধী মুখের নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সম্প্রতি লোকসভা ভোটের আগে একটি বেসরকারি সংবাদপত্রের সমীক্ষায় উঠে এল এমনই তথ্য। তবে দেশের সবথেকে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় এক নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় স্থানে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তৃতীয় স্থানে রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
সমীক্ষায় বিরোধী রাজনৈতিক নেতাদের মধ্যে সবার প্রথমে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সামগ্রিকভাবে তালিকায় তাঁর স্থান হয়েছে ১৫ নম্বরে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী রয়েছেন ১৬ তম স্থানে। দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন প্রভাবশালী ব্যক্তিদোর তালিকায় ১৮ নম্বরে।