বাঙালি বিদ্বেষী! মাত্র ১৭ ঘণ্টার মধ্যেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন আসানসোলের বিজেপি প্রার্থী ভোজপুরী শিল্পী পবন সিং! রবিবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এখবর জানিয়েছেন পবন।
প্রসঙ্গত, শনিবারই চব্বিশের লোকসভা নির্বাচনে আসানসোল থেকে ভোজপুরী শিল্পী পবন সিংহকে প্রার্থী করে বিজেপি। এরপরেই তাঁর একাধিক গানে বাঙালি নারী বিদ্বেষী মন্তব্যের উল্লেখ করে প্রচার শুরু করে তৃণমূল কংগ্রেস। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এরপরেই শেষপর্যন্ত চাপে পড়ে নির্বাচনী ময়দান থেকে নিজেকে সরিয়ে নিলেন আসানসোলের বিজেপি প্রার্থী। এই ঘটনায় কার্যত ভোটের আগেই মুখ পুড়ল গেরুয়া শিবিরের।