জোরকদমে চলছে গগনযান মিশনের প্রস্তুতি চালাচ্ছেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। এবার জানা গেল, মহাকাশে স্পেস স্টেশন তৈরি করে আমেরিকা, চিনকে টেক্কা দিতে চলেছে ভারত। গগনযান মিশন হল সেই স্পেস স্টেশন তৈরিরই প্রথম ধাপ।
ইসরোর পরিকল্পনা অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার ওপরে পৃথিবীর কক্ষপথে তৈরি করা হবে ভারতের স্পেস স্টেশন। ২০ টনের এই স্টেশনে আপাতত তিন জন নভশ্চরের থাকার বন্দোবস্ত করা হচ্ছে। গগনযান মিশন সফল হলে ২০৩০-এর মধ্যে স্পেস স্টেশন তৈরির কাজ শেষ করে ফেলবে ইসরো। নিজেদের স্পেস স্টেশনে বসে গবেষণা সংক্রান্ত সমস্ত কাজ করতে পারবেন মহাকাশচারীরা। একটানা ১৫-২০ দিন থাকতেও পারবেন সেখানে।