নির্বাচনী বন্ড কাণ্ডে দেশের সুপ্রিমকোর্টে চরম বিপাকে পরল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! সোমবার দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দেশের জাতীয় নির্বাচন কমিশন জমা দিতে হবে এসবিআইকে। আগামী ১৫ মার্চের মধ্যে সেই তথ্য নিজেদের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য প্রকাশ করবে কমিশন।
মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে এসবিআই তথয় না দিলে, আদালত অবমাননার মামলা করারও হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিমকোর্ট। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর অর্থ সংগ্রহকে অসাংবিধানিক বলেছিল সুপ্রিমকোর্ট। সেই সময়েই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত টাকা অর্থ সংগ্রহ করেছে, সেই বিষয়ে তথ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। কিন্তু আদালতের কাছে আরও সময় চেয়েছিল এসবিআই। তবে এদিন কড়া ভাষায় সুপ্রিমকোর্ট কার্যত ডেডলাইন বেঁধে দিল এসবিআইকে।