Sambad Samakal

Oscar 2024: একসঙ্গে ঝুলিতে ৭টি পুরস্কার! অস্কারের মঞ্চে বাজিমাত কোন সিনেমার?

Mar 11, 2024 @ 11:17 am
Oscar 2024: একসঙ্গে ঝুলিতে ৭টি পুরস্কার! অস্কারের মঞ্চে বাজিমাত কোন সিনেমার?

একসঙ্গে ঝুলিতে ৭টি পুরস্কার! ৯৬ তম অস্কারের মঞ্চে ফের বাজিমাত করল ওপেনহাইমার। ক্রিস্টোফার নোলান পরিচালিত ও কিলিয়ন মারফি অভিনীত ছবিটি কার্যত হইচই ফেলে দিয়েছিল গোটা বিশ্বজুড়ে। এবার সেই ছাপ পড়ল অস্কার পুরস্কারের মঞ্চেও।

জানা যাচ্ছে, ৯৬ তম অস্কারের মঞ্চে সেরা নির্বাচিত হয়েছে ওপেনহাইমার। সেরা পরিচালক ও সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন ওপেনহাইমারের ক্রিস্টোফার নোলান ও কিলিয়ান মারফি। সেরা সহঅভিনেতা, সেরা স্কোর, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সম্পাদান বিভাগেও পুরস্কার ছিনিয়ে নিয়েছে ওপেনহাইমার।

অন্যদিকে, সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন পুওর থিংস সিনেমার এমা স্টোন।

Related Articles