রাজ্য সরকারের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ না পাওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের। এবার সেই বিষয়ে সুপ্রিমকোর্টের দারস্থ হলেন তিনি। জানা যাচ্ছে, সোমবার দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া বিজেপি প্রার্থীর তরফে সুপ্রিমকোর্টে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। এখন দেখার শেষপর্যন্ত সুপ্রিমকোর্টে আদৌ স্বস্তি মেলে কিনা বিজেপি প্রার্থীর। প্রসঙ্গত, এরআগে কলকাতা হাইকোর্ট এই মামলা খারিজ করে দিয়েছিল।