সন্দেশখালি কাণ্ডে তিন মাসের জন্য স্থগিত হয়ে গেল শুনানি! সিবিআই তদন্তের ওপরে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। সোমবার সুপ্রিমকোর্ট জানিয়ে দিল, আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে ফের এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডে সমস্ত অভিযোগের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিমকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। এদিন সেই মামলার শুনানিতে কিছু অতিরিক্ত তথ্য জমা দেওয়ার জন্য ২ সপ্তাহ সময় চান রাজ্য সরকারের আইনজীবী। রাজ্যের এই সওয়াল শোনার পরেই শুনানি তিন মাসের জন্য স্থগিত করে দেয় সুপ্রিমকোর্ট।