সিএএ নিয়ে রাজনীতি করছেন মমতা! জাতীয় সুরক্ষার সঙ্গে কার্যত ছিনিমিনি খেলছেন! বৃহস্পতিবার সকালে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই গুরুতর অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা শাহী তোপের কড়া জবাব দিল তৃণমূলও।
এদিন অমিত শাহ বলেন, “বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না। বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত করবই। হাত জোড় করে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, জাতীয় সুরক্ষার বিষয়ে রাজনীতি করবেন না। মানুষ পাশে থাকবে না। শরনার্থী ও অনুপ্রবেশকারীদের মধ্যে ফারাক বোঝেন না মমতা। হিন্দু-মুসলমানের মধ্যে ভাগ করার চেষ্টা করছেন।”
পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অনুপ্রবেশ আটকানোর কাজ’তো বিএসএফের। তাহলে তারা কেন সেই কাজ করেননি। অমিত শাহ তাহলে স্বীকার করে নিলেন যে, ওনার দফতর কাজ করতে পারেনি। ওরাই হিন্দু-মুসলমান ভাগ করার চেষ্টা করছে।”