বৃহস্পতিবার নিজের বাড়িতেই পড়ে গিয়ে কপালে গুরুতর চোখ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতাল থেকে ফিরে বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। জানা যাচ্ছে, বেশ কয়েকটি কড়া অ্যান্টিবায়োটিক চলছে মমতার। হাসপাতালের চিকিৎসা নিয়মিত বাড়িতে এসে প্রয়োজনীয় চেকআপ করছেন।
সূত্রের খবর, সোমবার ফের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে মুখ্যমন্ত্রীকে। সব ঠিকঠাক থাকলে কপালে ও নাকের সেলাই কাটা হতে পারে। যদিও সেলাই কাটার পরে আরও কয়েক দিন বাড়িতেই মুখ্যমন্ত্রীকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিতে পারেন চিকিৎসকরা।