আজ ২০ মার্চ বিশ্ব খুশি দিবস বা ওয়ার্ল্ড হেপিনেস ডে। আর এই দিনেই প্রতিবছর বিশ্বের সুখী দেশগুলোর তালিকা প্রকাশ করে রাষ্ট্রসংঘ। এই নিয়ে একটানা সাত বছর বিশ্বের সুখীতম দেশ হিসেবে নিজেদের স্থান ধরে রাখল ফিনল্যান্ড। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রইল যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন। আশ্চর্যজনক ভাবে পঞ্চম স্থানে রয়েছে ইজরায়েল।
রাষ্ট্রসংঘ প্রকাশিত সুখী দেশের তালিকা এবছর কিছুটা উন্নতি হয়েছে ভারতের। ১৪৩টি দেশের মধ্যে দশ ধাপ উঠে ১২৬ নম্বর স্থানে রয়েছে ভারত। অন্যদিকে, ভারতের প্রতিবেশী নেপাল রয়েছে ৯৩ নম্বর, পাকিস্তান রয়েছে ১০৮ নম্বর, শ্রীলঙ্কা রয়েছে ১২৮ নম্বর ও বাংলাদেশ রয়েছে ১২৯ নম্বর স্থানে। প্রথম বিশ্বের ব্রিটেন ২০ নম্বর, আমেরিকা ২৩ নম্বর ও জার্মানি ২৪ নম্বরে রয়েছে।