শুক্রবারই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে অভিযান চালিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই তল্লাশিতে উদ্ধার হয়েছে নগদ ৪১ লক্ষ টাকা! শনিবার এমনটাই জানানো হয়েছে ইডির তরফে।
জানা যাচ্ছে, চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি শেষে কয়েকটি জমির দলিল ও মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন ইডির তদন্তকারীরা। তবে এত পরিমাণ নগদ টাকা কেন বাড়িতে রেখেছিলেন চন্দ্রনাথ, তা এখনও স্পষ্ট নয়।