দীর্ঘ লড়াই সত্বেও হার মানতে হল কঠিন রোগের সামনে! প্রয়াত হলেন টলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা পার্থসারথী দেব। শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার দুপুরে শেষ শ্রদ্ধা জানাতে প্রয়াত পার্থসারথী দেবের মরদেহ নিয়ে আসা হবে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওয়।
জানা যাচ্ছে, দীর্ঘ প্রায় ৪০ দিন ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। সিওপিডি ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষরক্ষা হলনা। অভিনেতা পার্থসারথী দেবের প্রয়াণে শোকের ছায়া টলিউড সহ বাংলা বিনোদন জগতে।