লোকসভা ভোটের ঠিক মুখে পুলিশি তৎপরতায় ভেস্তে গেল বিপুল পরিমাণে নগদ পাচারের চেষ্টা! উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। গ্রেফতার হয়েছে গাড়ি চালক সহ ২ জন।
জানা যাচ্ছে, শনিবার রাতে কোলাঘাটে ১৬ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালাচ্ছিল জেলা পুলিশ। সেই সময়েই ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি দেখে তাদের সন্দেহ হয়। গাড়ি আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬ লক্ষেরও বেশি নগদ টাকা। কে বা কারা, কী উদ্দেশে এই টাকা পাচার করছিল, সেই বিষয়টিই খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা।