ভোটের আগে বাংলার জন্য বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে সরাসরি ফোনে কথা বলার সময়েই দুর্নীতিতে বাজেয়াপ্ত হওয়া টাকা প্রতারিতদের ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
রাজমাতা অমৃতা রায়কে মোদি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। বাংলায় দুর্নীতিগ্রস্তদের কাছ থেকে ইডি প্রায় ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। কীভাবে সেই অর্থ প্রতারিত আম জনতার কাছে ফিরিয়ে দেওয়া যায়, সেই বিষয়ে আমরা আইনি পরামর্শ নিচ্ছি। আমার বিশ্বাস, বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবেন।”
যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, লোকসভা ভোটের আগে এটা বিজেপির আরও একটি ‘জুমলা’। এর আগে প্রতিটি ভারতীয়কে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। কিন্তু সেই ‘মিথ্যে প্রতিশ্রুতি’ বাস্তবায়িত হয়নি।