শুক্রবার রাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল বালাজির। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ড্যানিয়েল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।
তামিল সিনেমায় খলনায়কের চরিত্রে অত্যন্ত জনপ্রিয় ছিলেন ড্যানিয়েল। এমনকী কমল হাসানের বিপরীতে তাঁর অভিনয়, অনেককেই মুগ্ধ করেছিল। জানা যাচ্ছে, শারীরিক সমস্যা নিয়ে বেশ কয়েক দিন ধরেই হাসপাতালে ছিলেন ড্যানিয়েল। শুক্রবার মধ্যরাতে আচমকাই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তামিল সিনেমা জগতে।