Sambad Samakal

Sekh Shahjahan: জেলে গিয়ে জেরা শেখ শাহজাহানকে! কী পরিকল্পনা ইডির?

Mar 30, 2024 @ 11:53 am
Sekh Shahjahan: জেলে গিয়ে জেরা শেখ শাহজাহানকে! কী পরিকল্পনা ইডির?

সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় বসিরহাট জেলে রয়েছেন শেখ শাহজাহান। প্রথমে রাজ্য পুলিশ ও পরে সিবিআই হেফাজতে ছিলেন তিনি। এবার বসিরহাট জেলে গিয়েই তাঁকে জেরা করার পরিকল্পনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

জানা যাচ্ছে, শনিবার বসিরহাট জেলা আদালতে এই মর্মে আবেদন জানানো হয়েছে ইডির তরফে। তল্লাশি অভিযান চালাতে গিয়ে শেখ শাহজাহানের নির্দেশেই হামলা হয়েছিল বলে দাবি ইডির। এই ঘটনায় আর কে বা কারা যুক্ত ছিল, সেই বিষয়েই শাহজাহানকে জেরা করতে চান তদন্তকারীরা।

Related Articles