Sambad Samakal

Bhangor: বেইমানি বরদাস্ত নয়! ভাঙড়ে গিয়ে কর্মীদের কেন হুঁশিয়ারি শওকতের?

Mar 31, 2024 @ 6:28 pm
Bhangor: বেইমানি বরদাস্ত নয়! ভাঙড়ে গিয়ে কর্মীদের কেন হুঁশিয়ারি শওকতের?

বেইমানি বরদাস্ত নয়! লোকসভা ভোটের প্রচারে ভাঙড়ে গিয়ে কার্যত দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এমনকী ভাঙড় থেকে যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষকে লিড দিতে পারলে, নতুন করে উন্নয়নযজ্ঞের দায়িত্ব নেবেন তিনি, এমনই প্রতিশ্রুতি দিলেন শওকত।

এদিন তিনি বলেন, “সকলকে নিয়ে চলতে চলে। কারওর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। দলের সঙ্গে কেউ বেইমানি করলে ৪ তারিখের পরে হিসেব হবে। ভাঙড় থেকে যদি সায়নীকে লিড দিতে পারেন, তাহলে তিন বছরের অনুন্নয়নের বিরুদ্ধে নতুন করে উন্নয়নের দায়িত্ব আমি নেব।”

প্রসঙ্গত, বিগত একুশ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড়ে তৃণমূল প্রার্থীকে হারিয়ে আসনটি ছিনিয়ে নিয়েছিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। এবার দেখার লোকসভা নির্বাচনে আইএসএফ’কে টেক্কা দিতে পারে কিনা তৃণমূল কংগ্রেস।

Related Articles