গার্ডেনরিচ, বিরাটি, চেতলা। একের পর এক বেআইনি নির্মাণ, দুর্ঘটনা কিছুতেই এড়ানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে কড়া দাওয়াইয়ের ইঙ্গিত দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
রবিবার সকালে সংবাদমাধ্যমে ফিরহাদ বলেন, “আমি আগে ভাবতাম, ওপর থেকে একটা নির্দেশ দিচ্ছি, সেটা তলায় বাস্তবায়িত হচ্ছে। কিন্তু আদতে যে তা হচ্ছে না, তা দেখতে পাচ্ছি। আমার দুর্ভাগ্য যে এত চেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। এখন থেকে ঠিক করেছি, সমস্ত পুর আধিকারিকরা রাস্তায় ঘুরবেন। বেআইনি নির্মাণ দেখলে লগবুক মেইনটেইন করবেন। কমিশনারকেও এই বিষয়ে পরামর্শ দিয়েছি। আগামী দিনে এমন নিয়ম করব যে, বেআইনি নির্মাণ করতে গেলে প্রোমোটারের পা কাঁপবে। নির্বাচনের আচরণ বিধি লাগু থাকায় এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না।”