বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পাওয়ার পরে এই প্রথম রবিবার ভোট প্রচারে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে ধুবুলিয়ায় জনসভা করলেন তিনি। আর সেখান থেকেই একযোগে আক্রমণ শানালেন বাম-কংগ্রেস-বিজেপিকে।
মমতা বলেন, “জাতীয় স্তরে মোদির বিরুদ্ধে আমিই ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম। এমনকী নামটাও আমার দেওয়া। কিন্তু রাজ্যে’তো কোনও জোট হয়নি। জোটের নামে ঘোঁট হয়েছে। এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি আমাদের বিরুদ্ধে লড়ছে। আর আমরা একলা লড়ছি। সিপিএম, কংগ্রেসকে ভোট দেওয়া মানে আদতে বিজেপিকেই ভোট দেওয়া। আর ওদের সঙ্গে একটা মুসলিম পার্টি রয়েছে, ওদের ভোট দেওয়া মানেও বিজেপিকে ভোট দেওয়া। তাই তৃণমূলকে ভোট দিন। আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী পেতে তৃণমূলকে ভোট দিন।”