বুধবার সকালেই বাংলায় এসেছেন জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক আইএএস অফিসার অলোক সিনহা। আর তারপরেই নিদান দিলেন, যাদের নামে অপরাধমূলক মামলা দায়ের রয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এমনকী সরাসরি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক ও মুখ্য নির্বাচনী আধিকারিককেও আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে যথাযথ ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
জানা যাচ্ছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, রাজ্যের রিপোর্ট ও জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্টের মধ্যে যথেষ্ট ফারাক দেখা যাচ্ছে। যেমন রাজ্যের রিপোর্ট অনুযায়ী কোচবিহার জেলায় ৭২ শতাংশ বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। কিন্তু জাতীয় কমিশনের তথ্য অনুযায়ী ওই কেন্দ্রের ৮৫ শতাংশ বুথ স্পর্শকাতর। তাই অবিলম্বে এই সমস্ত বিষয় খতিয়ে দেখে, সেই অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বিশেষ পর্যবেক্ষক হিসেবে বাংলার দায়িত্বে ছিলেন এই আধিকারিক।